AmarBusiness24.com একটি পণ্য/সেবা বিপননকারী এবং পণ্য/সেবা বিপননের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতাদানকারী, কর্মমুখী প্রতিষ্ঠান।
বর্তমান সমাজে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলছে। এই কর্মহীন জনগোষ্টির হতাশাবেঞ্জক জীবন আজ নাবিকবিহীন জাহাজের মত অথৈই সাগরে দিশেহারা। যার বহিঃ প্রকাশ বর্তমান সমাজের নানাবিধ অপকর্ম আর অর্থাভাবের করুন আহাজারি।

AmarBusiness24.com এর সকল পরিচালক, লিডার, পরিবেশক, গ্রাহক এবং অন্যান্য শুভাকাঙ্খী সবাই সমানভাবে কঠোর শ্রম এবং মেধার যুগোপযুগী ব্যবহারের মাধ্যমে এবং গুনগত মান সম্পন্ন পণ্য ও সেবা সমূহ বাজারজাত এর মাধ্যমে সবাই আর্থিক এবং সামাজিক ভাবে স্বচ্ছলতা এবং উন্নয়ন সাধন করবে।

আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলব, “আর হতাশা নয়” চলুন গঠন মুলক নিজের আর্থিক স্বচ্ছলতা লাভ করি এবং অপরকে ও কর্মমুখী করার মাধ্যমে সাবলম্বী করে তুলি।

সকলের প্রতি আমার একটাই পরামর্শ থাকবে AmarBusiness24.com এর পণ্য বা সেবা সমূহ বাজারজাত এর মাধ্যমে নিজেকে সাবলম্বী করে তুলুন এবং একে অণ্যের সাথে জোড়ালো যোগাযোগের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ গঠনে অগ্রণী ভুমিকা পালন করুন ।

এম এস হাবিবুর রহমান
প্রতিষ্ঠাতা
AmarBusiness24.com